বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে ভেতরে প্রবেশ করাই ছিলো মুশকিল। দাবির প্রেক্ষিতে নতুন একটি ওয়ার্ড চালু করে এ সমস্যার সমাধান করা হয়েছে। হাসপাতালের এক্সরে ফিল্ম ও রিএজেন্ট সংকট কেটে গেছে।
নতুন করে সমস্যা দেখা দিয়েছে পানির সমস্যা। বিভিন্ন ওয়ার্ডে পানি নেই। যেসব ওয়ার্ডে পানি আছে সেগুলো খাওয়া তো দূরের কথা ব্যবহারেরও অনুপোযোগি। চিকিৎসকসহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরণের সেবা।
মঙ্গলবার অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর সহযোগিতায় আয়োজিত সভায় এসব বিষয় উঠে আসে। এ সময় এসিজি ও ইয়েস গ্রুপের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা এসব বিষয়ে সমাধানেরও আশ্বাস দেন।
হাসপাতাল মিলনায়তনে সনাক সদস্য মো. আরজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আরএমও শাহীনূর আলম ভুইয়া, আরএমও গোপা পাল, ডা. মো. শাহেদুল ইসলাম, ডা. হুমায়ুন কবির রেজা, ডা. জাকিয়া সুলতানা রুনা, এসিজি সদস্য শামীম আহমেদ, আশিক মান্নান হিমেল, রিফাত আন নাবিল প্রমুখ। টিআইবির এরিয়া কো অর্ডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন এসিজি স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক সাংবাদিক বিশ^জিৎ পার বাবু।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত