বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ঢেলে দেওয়া হয়। সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘মেসার্স শানু ব্রিকস এ অভিযানটি পরিচালনা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ পরিচালিত করে। এ সময় সরাইল থানা সরাইল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শানু ব্রিকস্’ অবৈধভাবে ইট উৎপাদন করছিলো বলে অনেক দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তি দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ইট তৈরি করছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স শানু ব্রিকস্কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটানো হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত