বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলীতে যুবক, যুবতী, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মালদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইকবাল হোসেন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সভাপতি সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন খান প্রমুখ।
বক্তৃতারা বলেন যুবরা আমাদের শক্তি। যুবকরাই দেশের ভবিষ্যত। যুবকরাই দেশকে এগিয়ে নিতে পারে। তাই
সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কাজে লাগাতে হবে। কেউ যেন বেকার না থাকে। যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে মেধাবী করে গড়ে তুলতে হবে। ছাত্র যুবকরা আত্মত্যাগ করে আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সবাই মিলে সে কাজে লাগাতে হবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত