বিশেষ,প্রতিনিধিঃ মোছাঃ লাবুনী আক্তার
পলাশবাড়ীতে র্যাবের অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মাদক পল্লী খ্যাত রাইগ্রামের একজন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী,২৫) রাত ১১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি চৌক্ষস টীম ৮৬ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত হলেন-পলাশবাড়ী পৌরসভার মাদক পল্লী খ্যাত রাইগ্রামের মৃতঃ
হিরোইন জব্বারের ছেলে মাদক সম্রাট ফেরদৌস, কালুগাড়ী গ্রামের মৃতঃ আজগর আলীর ছেলে ফিরোজ কবির, কালুগাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে সজীব মন্ডল এবং দুবলাগাড়ী গ্রামের তসলিম প্রধান ছেলে লিখন প্রধান।র্যাবজানায়গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত