এসএসসি পাশের ৫২ বছর পূর্তি উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘এসো মিলি প্রাণের টানে- শিকড়ের সন্ধ্যানে’ এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার পৌরশহরের খালাজুড়াস্থ আলী বশির খানের বাড়িতে দিনব্যাপী আনন্দ উদযাপন করা হয়। কুশল বিনিময়, স্মৃতি চারণ, বৃক্ষ রোপন এবং প্রয়াত শিক্ষক ও প্রয়াত সহপাঠীদের জন্য দোয়া কামনা করে দিনটি উদযাপন করেন ওই ব্যাচের ২৭ সহপাঠী। দীর্ঘ দিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। হারিয়ে যান শৈশবের স্কুল জীবনের দিনগুলোতে। একে অপরকে জড়িয়ে ধরেন। একে অপরের পরিবারের খোঁজ খবর নেন। বয়সের বাঁধা ভুলে গিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। অনুষ্ঠানের প্রারম্ভে বশির খান উপস্থিত সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। নানা রকম শীতের পীঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এরপর স্মৃতি চারণ পর্বে সাবেক ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, আশরাফ হোসাইন খান, মোঃ শাহ্ আলম, আব্দুল হান্নান, তাহের আহাম্মদ খান, তুলশী কান্ত পাল, বশির খান, হুমায়ুন কবির ভূইয়া, শেখ শিরু মিয়া প্রমুখ। বক্তারা স্কুল জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য দেন। স্কুল জীবনের খেলাধুলা আর দুষ্টুমির কথা স্মরণ করেন। আবারও যদি ছেলে বেলায় ফিরে যেতে পারতাম কত মজা হতো। যতদিন বেঁচে থাকবেন একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন সহপাঠীরা। স্মৃতি চারণ শেষে প্রীতিভূজের আয়োজন করা হয়। সবার জন্য ছিল উপহার। সবশেষে বন্ধুত্বের নির্দশন স্বরুপ সড়কের পাশে ফুল গাছ রোপন করা হয়। আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠান করার আশা ব্যক্ত করে বিদায় নেন একে অপরের কাছ থেকে।
অবসরপ্রাপ্ত উপ সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক বলেন, অনেক দিন সহপাঠীদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে। আজকে অনেক আনন্দের স্মৃতি নিয়ে গেলাম।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত