মোঃ মিজানুর রহমান মিলন রংপুর বিভাগীয় প্রধান।
গাইবান্ধা সদর ৫নং বল্লমঝাড় ইউনিয়ন ৪নং ওয়াডের খোলাবাড়ী গ্রামের মরহুম আজিজার রহমান মাষ্টারের ৫নং পুএ মোঃ সবুজ মিয়ার ২৩ শতাংশ জমিতে পানি নেওয়া বন্দ করছে ভুমি দস্যু মোঃমজিবর পিতা মৃঃ আজিজ মেচের সরকার গ্রামঃ দঃ খোলাবাড়ী থানা ও জেলাঃগাইবান্ধা সরজমিনে জানা যায় ভুমি দস্যুরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের নিকট থেকে অযৌক্তিক ভাবে বিভিন্ন সময়ে জমিজমা দাবি করে। তারই ধারাহিকতায় ভুমিদস্যুরা পরিবার ও তার লোকজন ভুক্তভোগীর জমিতে সেচ পাম্পের পানি ভুমি দস্যুর জমির উপর দিয়ে ড্রেন যাওয়ার ফলে ভুমি দস্যু মজিবর ও তার লোকজন উক্ত জমিতে পানি বন্দ করছে। ভুক্তভোগী পরিবার মোছাঃ রোকসানা আফরোজ স্বামি মোঃসবুজ মিয়া গ্রাম দঃ খোলাবাড়ী থানা ও জেলাঃ গাইবান্ধা জানান জমিতে সেচ পাম্প মালিক আঃরহিম মিয়া জমিতে পানি দেওয়া শুরু করা মাএই ভুমিদস্যু মজিবর ও তার লোকজন ড্রেনের পানি বন্দ করে দেয় ফলে ভুক্তভোগী পরিবারের ভবিষ্যতে খাদ্যর অভাবে না খেয়ে থাকতে হবে।অপর দিকে ভুক্তভোগী পরিবার আরও জানান ভুমিদস্যু পরিবার ও তার লোকজন ভুক্তভোগী পরিবারকে নিঃশ করার জন্য দীর্ঘদিন থেকে ভুক্তভোগী পরিবারের উপর নানান ধরনের পায়তারা চালাচ্ছে। ভুক্তভোগীর জমিটি পড়ে থাকার ফলে আবাদি জমি উর্বর শক্তি সহ আবাদি জমি অনুপযোগী হইয়া পড়িয়াছে।ভুক্তভোগী পরিবার ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত