বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক নারী উদ্যোক্তা একত্রিত হয়েছিলেন। শুনিয়েছেন তাদের সফলতার গল্প। বাধাবিপত্তি উৎড়ানোর অনেক আবেগি কথা উঠে আসে তাদের কণ্ঠে। দিন শেষে নারী উদ্যোক্তারা সম্মাননা নিয়ে বাড়ি ফিরেন।
'প্রেরণা' আমি নারী, আমি অন্য নারীকে এগিয়ে যেতে সহায়তা করি'-এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার কলেজপাড়ার একটি রেস্টুরেন্টে দিনব্যাপী হওয়া অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো 'কেক সুন্দরী বেকিং টুলস'। এতে জেলা সদরসহ নয়টি উপজেলার নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সরল ভাই খ্যাত এম এইচ ফয়সাল, সমাজকর্মী জেবিন ইসলাম, রেজানুর মুন্না, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ। অতিথিরা এ আয়োজনটি নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা অনুষ্ঠানের আয়োজক নারী উদ্যোক্তা খাদিজা ইসলাম জানান, জেলার নয়টি উপজেলার নারী উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মাননা তাদের সামনে পথচলার আরও অনুপ্রেরণা জোগাবে। অন্য উদ্যোক্তারাও অনুপ্রাণিত হবেন।
সম্মাননা পাওয়াদের মধ্যে নারী উদ্যোক্তা সানজিদা সিমু জানান, এই সম্মাননা আমাদের পথচলা আরও সাহস জোগাবে। আজকে এই আয়োজনের মাধ্যমে সব উদ্যোক্তারা মিলিত হতে পেরেছি। একে অন্যের কাছ থেকে অভিজ্ঞতা ও সফলতার কথা শুনেছি। যা আমাদের কাজে আসবে।
অনুষ্ঠানের অতিথি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এম এইচ ফয়সাল ওরফে সরল ভাই বলেন, 'আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার এই ভাষা দিয়েই সবাই আমাকে চিনে। আজকের অনুষ্ঠানে এসে ভাল লাগছে, আর প্রত্যকটি সফল পুরুষের পাশে একজন নারী রয়েছেন। এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প শুনে খুব ভাল লেগেছে।'
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত