বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাদলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন বিওপি’র অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। নতুন এ বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. রেজাউল কবির বুধবার বিকেলে অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, সহকারি পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কামান্ডার মো. মোবারক হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণেল মো. রেজাউল কবির কার্যক্রম উদ্বোধনের সময় বিজিবিতে কর্মরতদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন। নতুন বিওপি হিসেবে খাদলা যুক্ত হওয়ায় তিনি এর মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত