ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ) বিকালে কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ( স্বপন শিকদার) এর সভাপতিত্বে ও ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বিএনপি'র সর্বস্তরে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে তাদেরকে কোনভাবে সফলত হতে দেয়া যাবে না।উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,দেশ নায়ক তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকেই তিনি ধানের শিষের মনোনয়ন দিবেন। ধানের শিষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন,নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।এ সময় উপস্থিত জনতাকে তিনি আশ্বস্ত করে বলেন আমরণ তিনি তাদের কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম মুসা ( ভিপি)। এছাড়াও ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত