বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে হনুফা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারি কে আট হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) বিকেলে হনুফা বেগমের হাতব্যাগ থেকে ইয়াবা জব্দ করা হয়। পরে সোমবার (১৭ মার্চ) সকালে মামলাসহ ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়।
তিনি মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে গোপন সংবাদে জানতে পারা যায় সীমান্ত এলাকা থেকে যাত্রীর ছদ্মবেশে এক নারী বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে একটি অটোরিকশায় মোগড়াবাজার হয়ে ধরখার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধরখার বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ওই নারীর হাতব্যাগ থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পরে পুলিশ ইয়াবাসহ হনুফা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান 'গ্রেপ্তারকৃত নারী একজন মাদক পাচারকারী। মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত