নিজস্ব প্রতিনিধি
ফিতরের ছুটিতে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহের লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করছে। এছাড়া শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে।
এ লক্ষ্যে দিনে ও রাতে টহল পরিচালিত হচ্ছে। সেনা সদস্যবৃন্দ ঘনবসতিপূর্ণ ও সরু গলিতে পায়ে হেঁটে টহল পরিচালনা করছে, স্পর্শকাতর স্থানসমূহে চেকপয়েন্ট স্থাপন করছে এবং ডাকাতি ও অন্যান্য সামাজিক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত