প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-৩০০
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হকস্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা জেলার দৌলতখান থানাধীন চরখলিফা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ বেপারীর পোল সংলগ্ন মিঝি বাড়ীর পশ্চিম পার্শ্বে জনৈক ঘাডিয়াল মাফিজল এর বাগানের মধ্যে থেকে ৩০০ (তিনশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আবু হানিফ খান সংগীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার দৌলতখান থানাধীন চরখলিফা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ বেপারীর পোল সংলগ্ন মিঝি বাড়ীর পশ্চিম পার্শ্বে জনৈক ঘাডিয়াল মাফিজল এর বাগানের মধ্যে থেকে ১। মোঃ রিয়াজ (২৮), পিতা-মোঃ মানিক হাওলাদার, সাং-কলাগোপা ১নং ওয়ার্ড, চরখলিফা ইউপি, ২। মোঃ আকতার হোসেন বাবু (২৫), পিতা-কবির হোসেন, সাং-দক্ষিণ কলাগোপা ১নং ওয়ার্ড, উভয় থানা-দৌলতখান, জেলা-ভোলাদ্বয়কে ৩০০ (তিনশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে দৌলতখান থানায় মাদক মামলা রুজু করা হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত