বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস পটকাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার জব্দ করা এসব পণ্যের মধ্যে আরো রয়েছে ভারতীয় মেহেদী, এনার্জি ড্রিংকস, গাঁজা ও বাংলাদেশি মশার কয়েল। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, চোরচালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা পণ্য ও ট্রলির মূল্য আনুমানিক ৪৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত