মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ ফল ও কাঁচাবাজারের দোকানে উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (২৮ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে চলমান ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, “এই বাজার বহুবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বসে পড়ে। এবার আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিন নিয়মিত নজরদারি করা হবে এবং প্রয়োজন হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মহাসড়কের নিরাপত্তা, শৃঙ্খলা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মহাসড়কের একাংশ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এই বাজারটি যানজট, জনদুর্ভোগ এবং দুর্ঘটনার বড় উৎস হয়ে দাঁড়িয়েছিল। বাজার ঘিরে গড়ে উঠেছিল একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেটও—যা নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক ক্ষোভ।
ত্রিশালে মহাসড়কের অবৈধ দখলদারিত্ব নির্মূল ও জনদুর্ভোগ হ্রাসে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত