প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল বাংলাদেশ আনসারকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় আটটি নারী ভলিবল দল অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচ ৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব বাহারুল আলম বিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।
আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) জনাব মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত