গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী পালিয়ে যায়
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফা আক্তার (২৫) নামের এক নারীকে হাতেনাতে গ্রেফতার করে। তার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
অভিযানে আসামিদের বসতবাড়ির শয়নকক্ষে রাখা তিনটি বড় কাগজের কার্টুন থেকে মোট ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২৫.২ লিটার। জব্দকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান বাদী হয়ে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত