গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে সীমকার্ড,নগদ টাকা,বিভিন্ন ডিভাইস সামগ্রী সহ হ্যাকার চক্রের মাষ্টার মাইন্ড পলাশ রানাসহ ৪ হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকরাম হোসেন,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম,সার্জেন্ট সাইদুর রহমান, থানার এস,আই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যগন সোমবার মাঝ রাত থেকে আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে এ অভিযান চালিয়ে হ্যাকের চক্রের মাস্টার মাইন্ড,তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা,একই গ্রামের আবু বক্করের ছেলে সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার পুএ সাইদুল, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেফতার করে।এ অভিযানে হ্যাকার চক্রের মাস্টার মাইন্ড পলাশ রানা,সুমন মিয়া,সাইদুল এর কাছ থেকে ৮৩৮ টি বিভিন্ন ফোন কোম্পানীর সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন,নগদ ৫৬ হাজার ১০০টাকা,একটি সিসি ক্যামেরা,একটি ক্যামেরা যুক্ত পেন, একটি ড্রোন,একটি ল্যাপটপ, ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়ীতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্র ছোড়া,মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে সফটওয়্যার হ্যাক করে, দেশের বিভিন্ন স্থানের দরিদ্র অসহায় পরিবারগুলির সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ও মাতৃত্ব ভাতা সরকারি অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানা যায়
অপরাধ দমনে,মাদক কারবারি ,অস্ত্র উদ্ধার, হ্যাকার প্রতারক চক্র,বালুদস্যূদের গ্রেফতারে সেনাবাহিনীর অব্যাহত অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত