দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ফকিরপাড়া এলাকা হতে এসআই পরিচয় দানকারী ভুয়া ডিবি পুলিশ আসামী ১। মোঃ আতাউর রহমান (২৮), পিতা- মোঃ বুলু মিয়া, সাং- শিদলি, থানা- রানীসংকৈল, জেলা- ঠাকুরগাঁও কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে জব্দকৃত আলামত-
১। ০২টি এন্ড্রোয়েড মোবাইল সেট,
২। ০১টি মটোরলা ব্রান্ডের ওয়াকিটকি,
৩। ০১টি ডিবি জ্যাকেট,
৪। পুলিশের এসআই পরিচয়ে বানানো ৪৭০ (চারশত সত্তর) টি ভিজিটিং কার্ড,
৫। ০৬ টি সিল (যাহার মধ্যে রাষ্ট্রপতির অফিস নামীয় সিল ০১টি, দুইজন এসআই নামীয় সিল ০২টি, সিনিয়র এডভোকোট নামীয় সিল ০৩টি)।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতাররকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত