গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা জেলা পুলিশের তৎপরতায় গত ২৩ জুলাই ২০২৫, বুধবার জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ১২ জন, ১৫১ ধারায় ১ জন এবং গ্রেফতারি পরোয়ানায় ১৯ জন রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশনায় জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা প্রতিরোধ করা।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী বেশ কয়েকজন আছেন, যারা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:১. মোঃ আসাদুজ্জামান তারা (৪৮) – গাইবান্ধা পৌরসভা ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
২. মোঃ সাইদুল ইসলাম (৪৫) – রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
৩. মোঃ গোলাম শাহরিয়া বিদ্যুৎ (৩৪) – দহবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য (সুন্দরগঞ্জ)।
৪. খন্দকার মোঃ জান্নাতুল নবী ওরফে রিপন মাস্টার (৪৮) – মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (পলাশবাড়ী)।
৫. মোঃ আঃ রহমান (৪২) – পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক (সাঘাটা)
৬. শ্রী মানিক কর্মকার (৬০) – ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (সাঘাটা)।
৭. মোঃ মেহেদী হাসান শাওন (২৫) – গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
৮. মোঃ বুলেট প্রধান (৪০) – কচুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (সাঘাটা)।
৯. মোঃ সুজন মিয়া (৩৬) – একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক (সাঘাটা
১০. মোঃ আঃ মোতালেব বাবু (৫৫) – জুমারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (সাঘাটা)।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত