সিলেট জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বড় ধরনের সফলতা পেয়েছে পুলিশ।
২৭ জুলাই ভোররাতে (প্রায় সাড়ে ৩টার দিকে) তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল বসর এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তেলিয়াপাড়ায় পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে একটি সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা পাচারের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৫০ কেজি গাঁজা ও একটি সিএনজি আটক করা হয়।
তবে অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে আসামিদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
অভিযানটি ছিল পরিকল্পিত, চৌকস ও ঝুঁকিপূর্ণ, যা প্রশাসনের দক্ষতা, সতর্কতা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন।
স্থানীয় জনগণ পুলিশের এই সাহসী ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল বসর এবং সংশ্লিষ্ট টিমের এমন সাফল্যের জন্য এলাকাবাসী ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে। এই অভিযানে প্রশাসনের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত