বিষেশ,প্রতিনিধিঃ মোছাঃলাবুনী আক্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার (৩০ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় পৌরশহরের প্রাণকেন্দ্র চৌমাথা এলাকায়, রংপুর মহাসড়ক সংলগ্ন (পূর্বের রুবেল মার্কেটস্থ) বাংলাদেশ প্রেস ক্লাব (গভ:রেজি: নং-৯৮৭৩৬/১২) এর পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে শাখা কার্যালয় ও সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস.আর শরিফুল ইসলাম রতন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি ও বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার। এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল ও পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাবু ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি বেলায়েত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় এবং বিভিন্ন জেলা-উপজেলার আরও অনেক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষে কমিটি গঠন অধিবেশনে দৈনিক দিনকালের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম কবিরকে সভাপতি, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান মিথুনকে সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি নুর মোহাব্বত সরকারকে সাংগঠনিক সম্পাদক ও একাত্তর ভিশনের ভ্রাম্যমাণ জেলা প্রতিনিধি রাজিবুল হাসান নুরকে সদস্য করে বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এই কমিটি জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত