শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা শহরের জিয়া অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি সালেহ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শ্রম সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, রামগঞ্জ পৌর আমির এডভোকেট হাসান বান্না এবং সাবেক উপজেলা আমির মাওলানা দেওয়ান মোঃ ইউসুফ।
এছাড়া অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ১০ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীসহ উপজেলা ও পৌরসভার সহস্রাধিক যুব নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, পৃথিবীর ইতিহাস পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যুবসমাজ।
১২ আগষ্ট বিশ্ব যুব দিবস আমাদের কে নতুন করে সেই দিন টি স্বরন করিয়ে দেয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত