গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার সাঘাটায় যৌথবাহির বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ইয়াবা উদ্ধার করা হয়েছে। দিবাগত রাতে যৌথবাহিনির বিশেষ একটি টিম পরিচালিত অভিযানে ৭৭৫ পিস ইয়াবা কি ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে
যৌথবাহিনী টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মাদক পাচারের প্রস্তুতি চলাকালে ওই কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয়দের মতে, এই সফল অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা আরো উল্লেখ করে বলেন,এ অভিযান যেন চলমান থাকে তবেই মানুষ স্বস্তি পাবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত