শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষীপুরে ২০নং চররমনী ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন, আগামী ২০নং চররমনী ইউনিয়ন কাউন্সিল নিবার্চনে যুবদলের সভাপতি প্রার্থী হয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে প্রত্যাশী,
তিনি সাবেক ছাএ নেতা, এবং স্বৈরাচার আওয়ামী লীগ এর আমলে চররমনী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বলেন আমি বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ এর আমলে অনেক মিথ্যা মামলায় আমাকে ফার্সানো হয়েছে, অনেকবার মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছি আমি। রাজনীতির পাশাপাশি মজু চৌধুরীর হাট একটি মানবসেবা ধানে নিযুক্ত ছিলাম ফামের্সী ব্যবসা করি আমি।ব্যবসায়ী
ভাবে অনেক ক্ষয় ক্ষতি ও অপমানের শিকার হয়েছি , স্বৈরাচার দের কাছে কখনো মাথা নত করিনি আমি,কখনো আওয়ামী লীগ এর সাথে লেয়াজু করে চলিনি আমি,
বিগতদিনে আন্দোলন সংগ্রামে রাজ পথে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো,
আমার নেতা লক্ষীপুর ২আসনের (৩)বারের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার হাত কে শক্তি শালী করার লক্ষে৷ ও এলাকার শান্তি প্রিয় মানুষের কল্যাণে, সমাজ উন্নয়নে, কাজ করব।
সাবেক চররমনী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলাম আগামী দিনে চররমনী ইউনিয়ন যুবদলকে একটি আদর্শ সুসংগঠিত করার লক্ষে কাজ করে যাব।
তাই আগামী দিনে চররমনী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হয়ে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী,