শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর প্রতিনিধি
বিআইডব্লিউটিএর উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আবহাওয়া ভালো, নদী শান্ত থাকলে এবং জনাব আব্দুর রহমান পরিবহন পরিদর্শক স্যারের সাহসিকতায় ৩নং সংকেতে সী-সার্ভেকৃত যাত্রিবাহী নৌযান চলাচল করায় মজুচৌধুরীরহাট-ইলিশা নৌপথে সকল অবৈধ ট্রলার চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ সীট্রাক চলাচল বন্ধ থাকলে যাত্রীরা চরম ভোগান্তীর মধ্য পরে এমনিতে ভোর ০৪১৫ ঘটিকা হতে বিকাল ৫টা ১৫মিনিট পর্যন্ত ঘটিকা নৌযান চলাচল করে।রহমান স্যার মজুচৌধুরীরহাট নদী বন্দর যোগদানের পর একাধিক স্পীড বোট ,ট্রলার, বাল্কহেড ও আনলোভ ড্রেজারের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দেওয়ায় ট্রলার এবং বাল্কহেড সার্ভে ও রেজিঃ রুট পারমিটের আওতায় আসে এবং ২০টি স্পীড বোটে সার্ভে হয়েছে রুট পারমিটের আওতায় আনার পরিক্রম চলছে।
আসা করা যায় অদুর ভবিষ্যতে ৩নং সংকেতে সীসার্ভেকৃত সকল যাত্রীবাহী নৌযান চলাচল অব্যাহত থাকবে।