বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. হাসান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব-৯ সিপিসি-১ এর একটি দল। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে তার নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের বাড়ি থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে বায়েক এলাকায় অভিযান চালানোর সময় প্লাস্টিকের বস্তাসহ দেউস গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসানকে আটক করা হয়। ওই প্লাস্টিকের বস্তায় চার কেজি গাঁজা পাওয়া যায়। পরে তার দেওয়া স্বীকারোক্তিমতে বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে হাসানকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত