বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ির কাছেই হত্যাকান্ডের শিকার হয়েছেন মো. রহমান নামে এক চা দোকানী। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ করে ময়না তদন্ত করিয়েছে। তবে শনিবার, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়নি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে ভাত দেওয়ার কথা বলে বাথরুমে যায় রহমান। এরই মধ্যে বাড়ির পাশে তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রহমানের স্ত্রী হালিমা বেগম সাংবাদিকদেরকে বলেন, ‘আমার জামাই ভাত খাওনেরও সময় পায় নাই। আমারে কইছিল তুমি ভাত রেডি করো, আমি আসতাছি। এর পরই হুনলাম চিৎকার। গিয়া দেহি শরীরে রক্ত। আমার জামাইয়ের হত্যাকারিদের বিচার চাই।’
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কিভাবে ও কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত