বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
দুই মাসের ব্যবধানে কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দলের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে দ্বিতীয় দফায় দেওয়া কমিটিকেও মানতে নারাজ আরেকটি পক্ষ। ফ্যাসিস্টের দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি দেওয়ার দাবি জানিয়ে ওই পক্ষ থেকে শুক্রবার মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার প্রস্তাবিত কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রস্তাবিত জেলা নবীনদলের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পূর্বঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার, সদর উপজেলা সিনিয়র সম্পাদক আতিকুল ইসলাম খোকন, নাসিরনগর উপজেলা সিনিয়র সহ-সভাপতি গাজী মিয়া, কাজী সোহেল প্রমুখ। এ সময় ঘোষিত কমিটির সভাপতি শফিকুল ইসলামকে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়।
বক্তারা জানান, ১৮ জুলাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন ধরনের পরামর্শ করা ছাড়াই কেন্দ্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শফিকুল ইসলামকে সভাপতি করা হয়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কেন্দ্রে প্রস্তাবিত একটি নতুন কমিটি পাঠানো হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও তার প্রতিফলন দেখা যায়নি। বরং আগের কমিটি বাতিল না করে গত ১০ সেপ্টেম্বর শফিকুল ইসলামকেই আবার সভাপতি করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত