বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অবস্থিত ওই বিদ্যালয়ে এখন থেকে শিক্ষার্থীরা সাধারন শিক্ষার পাশাপাশি পাঁচ ধরণের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ গ্রহন করতে পারবে। শিক্ষার্থীদের কারিগরিভাবে দক্ষ করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার, ২০ সেপ্টেম্বর দুপুরে ওই বিদ্যালয়ে আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মঈদুল হোসেন মার্শালের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ওয়াসে শিতাব ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল ইসলাম প্রমুখ।
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অর্থায়নে নির্মাণ করা প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, ওয়েল্ডি ও সেলাই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। এতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি কারিগরিভাবেও দক্ষ হয়ে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত