গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা সদর থানা এলাকায় পুলিশি অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায় যে,গাইবান্ধা সদর থানার মামলা নং ২৯(০৯)২৫ এ ধারার গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ শাহাজাহান মিয়া(৩৮),পিতা- মৃত রোস্তম আলী , সাং- রামচন্দ্রপুর (চরুয়াপাড়া), থানা ও জেলা- গাইবান্ধা জিআর মামলার ১৩০/১৮ এ ধারার আসামি মোঃ শফিকুল ইসলাম ,পিতা-মোঃ নবী বকস, নুরুজ্জামান মিয়া পিতা-মৃত হাবিবর রহমান, উভয়ের সাং- রঘুনাথপুর, থানা ও জেলা- গাইবান্ধা, জিআর ১২/২৫ ওয়ারেন্ট এর আসাামি মোঃ আঃ আলীম, পিতা- মোঃ আনোয়ার হোঃ, সাং- নশরতপুর ইন্দ্রারপাড়, থানা ও জেলা- গাইবান্ধা, এছাড়াও অত্র থানার মামলা নং-২৮(৯)২৫ এর গ্রেফতারকৃত আসামি মোঃ মুরাদ হোসেন মেক, পিতা- মোঃ হাফিজার শেখ, সাং- বানিয়ারজান, থানা ও জেলা- গাইবান্ধা এবং ১ দিনের রিমান্ডের আসামী মোঃ শিহাব সরকার(২৫), পিতা- আবুল কাশেম, সাং-পশ্চিম কোমরনই(দশানী) থানা ও জেলা-গাইবান্ধাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এব্যাপারে থানা সূত্রে আরও জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত