স্টাফ রিপোর্টার আব্দুল আউয়াল
দেশের সীমান্ত সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিজিবি এর আভিযানিক দল র্যাব, সিপিসি এর সাথে সমন্বয় করে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মানব পাচারকারীদের একটি চক্রকে গ্রেফতার করার পাশাপাশি বিপুলসংখ্যক ভূক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ১৮০০ ঘটিকা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ২০০০ ঘটিকা পর্যন্ত টানা ২৬ ঘন্টা টেকনাফ উপজেলার কচ্ছপিয়া, বড়ডিল এবং রাজারছড়া করাচি গোরামারা পাহাড় এলাকায় বিজিবি-৯, র্যাব-১৫ এবং সিপিসি-১ এর যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় তারা অস্ত্রসহ তিনজন মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় বন্দুক, একটি বিদেশী পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনিশন।
এছাড়াও অভিযানে মানব পাচারের শিকার হয়ে বিপদগ্রস্ত অবস্থায় থাকা মোট ৮৪ জন ভূক্তভোগীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬৬ জন এফডিএমএন (ফোর্সড ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস)। তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবির এ সফল অভিযান প্রমাণ করে যে, দেশের সীমান্ত সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়েও বিজিবি সদস্যরা যে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একইসাথে এই অভিযান বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক ভূমিকাকেও সামনে নিয়ে এসেছে।
অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়লে মানব পাচার ও সীমান্ত অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হবে। জনগণ চাইলে সরাসরি বিজিবির টোল ফ্রি নাম্বার ০১৭৬৯৬০০৫৫৫ এ তথ্য দিয়ে সহায়তা করুণ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত