বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ট্রেনে যাত্রীদের সঙ্গে অপেশাদার আচরণ, দৃষ্টিকটু অঙ্গভঙ্গির অভিযোগে তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খলিফাপাড়া গ্রামের কথা আক্তার রাকিব (২৮) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আশরাফপুর গ্রামের পায়েল আক্তার (২০)। দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদেরকে নানাভাবে বিরক্তি করছিলো ওই দু’জন। ট্রেনে দায়িত্বরতদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। গণউপদ্রব সৃষ্টির অভিযোগ এনে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত