মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতি-কালে জনতা কর্তৃক ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে আ*ট*ক পুলিশে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১০টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারস্থ।
এলাকাবাসী জানান, অপরিচিত ৫ ডা*কা*ত রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর। পরে সবাই জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। এর ভিতর কেউ কেউ অস্ত্র বের করে তাদের হুমকিও দেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানান। অতঃপর তাদের চারদিক থেকে জনগণ ঘেরাও করে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল সহ ডাকাতির সরঞ্জাম দেখতে পান। এরপর তাদের গণধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের নিটক হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন বাসিন্দা স্বাধীন ইসলাম (৪২) বিহারহাট এলাকার রাকিবুল হাসান (১৮), পিতা হযরত আলী, গ্রাম সংসার দিঘী গ্রামের মনিরুজ্জামান (২৪), পিতা মোজাফ্ফর একই গ্রামের মোঃ জাকারিয়া (২০), পিতা মোঃ বুলু, গ্রাম আলিগ্রাম, মেজবাউল হাসান নাঈম (২২), পিতা ছামছুদ্দিন সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডাকাত দলের কাছ থেকে ১ পিস্তল, ১ টি চাপাতি, একটি বার্মিজ চাকু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করেছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত