মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার ভেতর পুনরায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে জেলার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
মঙ্গলবার রাত পৌণে ১০ টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলাম সু-কৌশলে পালিয়ে যাওয়ার জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রাত ৯ টার দিকে আদমদিঘীর বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত