বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ধরখার এলাকায় এ অভিযানের সময় পাচারকাজে ব্যবহৃত গাড়ি জব্দ করার পাশাপাশি এর চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামে প্রয়াত মো. আতাউল্লাহ’র ছেলে মো. মোজাম্মেল (২৮)। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গাড়িসহ জব্দকরা মালামালের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বৃহস্পতিবার বেলা পৌণে তিনটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় অবৈধ পণ্য নিয়ে একটি গাড়ি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে আসছে বলে গোপন খবর আসে। এরই অংশ হিসেবে ধরখার ভাঙ্গা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ফোনের ডিসপ্লে ও ফোন সেট জব্দ করে পুলিশ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত