
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া করোনেশন ইন্সটিটিউশন এন্ড কলেজ মাঠে ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজা রবিবার, সময় বিকাল ৪.০০ ঘটিকায়।নক আউট ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ইং খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণ কারি দল মোকাররম মার্কেট একতা সংঘ বনাম সাজ্জাদ ফুটবল একাডেমী
আজকে খেলার প্রধান অতিথি:
জনাব মোঃ মিজানুর রহমান পিয়াস
স্বত্বাধিকারী মদিনা চেইন সেন্টার ও মদিনা হলমার্ক মোকারম ,হোসেন খান মার্কেট বগুড়া
উদ্বোধন করবেন:
জনাব মোঃ আতাউল হক (রাখু)
স্বত্বাধিকারী এ, আর জুয়েলার্স নাকফুল শিল্পালয়, ধরমপুর বাজার বগুড়া।।
সভাপতি করবেন:জনাব আলহাজ্ব মোঃ বুলু সরদার
বরেণ্য অতিথি:
জনাব মোঃ আব্দুল করিম স্বত্ত্বাধিকারী, করিম জুয়েলার্স, ধরমপুর বাজার, বগুড়া।সভাপতি, ধামপুর বাজার লোখান মালিক সমিতি ও স্বত্ত্বাধিকারী, দুই বোন এ্যান্টিক হাউজ, আল-মেহেদী হর্কেট, খোপগাট্ট রোড়, ধরমপুর বাজার, বগুড়া।জনাব মোঃ মাসুদ আমানিক জনাব মোঃ নূর আজম বাবু জনাব মোঃ শাহীন হোসেনজনাব মোঃ আয়োজনে:জনাব মোঃ মজনু শেখ জনাব মোঃ খোকন সরকার জনাব মোঃ রাজু জনাব মোঃ শফিউল ইসলাম কামাল (লাল মিয়া) জনাব মোঃ আরিফুল ইসলাম জনাব মোঃ ইয়াছিন আলী জনাব মোঃ মুক্তার হোসেন পূর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন আহ্বানে:জনাব মোঃ আজিম হোসেন,জনাব মোঃ সেলিম সরদার,জনাব মোঃ সাপেল ইসলাম,জনাব মোঃ মনিনুর রহমান (ফিরোজ),জনার মোঃ রবিউল ইসলাম,। জনাব মোঃ আজিম হোসেন, ক্রিয়া সম্পাদক, বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন।