বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে ভূমি দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দানিজ মিয়া নামের এক ব্যক্তি। সোমবার (৬ অক্টোবর ) দুপুরের দিকে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে দানিজ মিয়া অভিযোগ করেন, একই গ্রামের মো. হারিজ মোল্লা , মো. জাহাঙ্গীর মোল্লা ও মো. বাবু মোল্লা নামের তিনজন দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছেন।
তিনি বলেন, “আমি আমার পৈতৃক জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু তারা ওই জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ ঘটনায় তারা আমার ঘরের টিনের বেড়া ও চাল ভেঙে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।” এমনকি তারা আমার বাক প্রতিবন্ধি স্ত্রী মমতাজ বেগমকে হুমকি দেয়।
দানিজ মিয়ার দাবি, বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— কাজী আমিনুল হক আমান, খলিল মিয়া, মাসু মিয়া।
দানিজ মিয়া প্রশাসনের কাছে জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত