বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ হয়েছে। রবিবার গভীর রাতে ও সোমবার ভোরে জেলার দুই উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ কর হয়। একইসঙ্গে কিছু মাদক জব্দ করা হয়েছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্ত এলাকার ২০৩৯/ এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য প্রায় এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। এসব শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, রাত পৌণে তিনটার দিকে বিজিবির টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ ৯৮ হাজার টাকা মূল্যে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। এসব ফুচকা কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাফ সিরাপ জব্দ করা হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত