বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখন্ডিত হয়ে গেছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সি ওই যুবকের লাশ রেললাইনের উপরে পড়ে ছিলো। তবে স্থানীয় কেউ তাৎক্ষণিকভাবে চিনতে পারেননি। কোন ট্রেনের নীচে কাটা পড়েছে সেটাও তারা বলতে পারছেন না। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি ওই ব্যক্তির নাম কবির। তিনি চাঁদপুরের বাসিন্দা। আখাউড়ায় তিনি খালাম্মার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত