বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলার ১৫টি রক্তদাতা সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বন্ধন ব্লাড ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বন্ধনের সেরা রক্ত সংগ্রাহক হিসেবে চারজনকে ব্যক্তিগতভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
মো. মোজাম্মেল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ি ওসমান গণি ভুইয়া, শিক্ষক কাজী স্বপ্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রুবায়েদ হোসেন, আমজাদ সাফি, শুভ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শেষের দিকে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের হাতে টি-শার্ট ও আইডি কার্ড দেওয়া হয়। আখাউড়া ব্লাড ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠন এ সময় ফুল ও মিষ্টি নিয়ে নতুন সংগঠনকে স্বাগত জানায়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত