কামরুজ্জামান,( কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :
১৯ অক্টোবর, ২০২৫ ইংরবিবার
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে গ্রামীন মানব সম্পদ উন্নয়নে পানি সরবরাহ ও স্যানিটেশান প্রকল্পের আওতায় হত দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠির মাঝে টুইন পিট ল্যাট্রিন স্থাপন প্রকল্পে সরকারি টাকার হরিলুট চলছে। মাঠ পর্যায়ে সরেজমিন অনুসন্ধানে এই প্রকল্প বাস্তবায়নে চরম অব্যবস্থাপনা ও দূর্নীতির চিত্র উঠে এসেছে।
প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে দুই শতাধিক টুইন পিট ল্যাট্রিন নির্মান ও অসচ্ছল দরীদ্র সুবিধাভোগিদের বাড়ীতে স্থাপন করার কথা থাকলেও বাছাই কমিটি ও উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে অনৈতিক সুবিধা গ্রহনের মাধ্যমে তা সচ্ছল ও সামর্থ্যবান লোকজনের বাড়ীতে স্থাপনের প্রমান পাওয়া গেছে।
ল্যাট্রিন প্রস্তত ও স্থাপনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো তাদের ইচ্ছেমতো নিম্নমানের ৩ নম্বর খোয়া ও মেথি বালু দিয়ে রিং স্লাব ও পিলার তৈরী করে তা সুবিধাভোগীদের বাড়ীতে স্থাপন করে দিচ্ছে। এই প্রতিবেদকের পরিদর্শনের সময় খুটামারা ইউনিয়নের নির্মাতা প্রতিষ্ঠান তিতলী স্যানিটেশনের নির্মান শ্রমিক ছাড়া সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা জলঢাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীকে পাওয়া যায় নাই। ঠিকাদারকে ফোন দিলেও তিনি আসতে পারবেন না বলে জানান।
মীরগঞ্জ ইউনিয়নের ল্যাট্রিন নির্মানকারি প্রতিষ্ঠান আ. সাত্তার শিমুলবাড়ী ইউনিয়নের বালার পুকুর নামক স্থানে এই ল্যাট্রিনের রিং স্লাব ও পিলার তৈরী করছেন। তিনি রিং স্লাব ও পিলার নির্মানে চাতুরতার আশ্রয় নিয়ে একাধিক খোয়ার স্তুুপ করে রেখেছেন এবং এই ল্যাট্রিন নির্মানে সবচেয়ে নিম্নমানের ৩ নম্বর খোয়া ও ভিটি বালু ব্যবহার করছেন।
প্রতিটি ল্যাট্রিন নির্মান ও স্থাপন বাবদ ৩৫০০০/ টাকা বরাদ্দ থাকলেও প্রদত্ত রিং, স্লাব, প্যান, ঢেউটিন, পিলার, খোয়া, সিমেন্ট ও মিস্ত্রী খরচ মিলে যার খরচ কোনোভাবেই ১৫০০০- ১৮০০০/ টাকার বেশী নয় বলে প্রাপক সুবিধাভোগী সাদের আলী জানান। অর্থাৎ প্রতিটি ল্যাট্রিন স্থাপনে নিট লাভ দাড়াচ্ছে ১৫০০০ - ১৭০০০/ টাকা। সরকারি টাকার এমন যথেচ্ছ অপব্যবহার ও লুটপাটে হতবাক সাধারন জনগন।
এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী নীলফামারী মহোদয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান যে, সুবিধাভোগী তালিকা প্রস্ততকরনে তার কোনো হাত নেই, এটি দাতা প্রতিষ্ঠান নিজেরাই মাঠ পর্যায়ে যাচাই করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারগনের সহায়তায় তৈরী করেছে। তবে তালিকায় কোনো অসঙ্গতি থাকলে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কোনো রকম অনিয়ম কিংবা দুর্নীতি করে থাকলে তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি গন মাধ্যমকর্মীদের জানান।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত