নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুর বারি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি সংবাদকর্মীদের অবহিত করেন। মতবিনিময় আলোচনা
সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি একে এম মহি উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক, বশির আহমেদ, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মহিব উল্লাহ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন রিপন, নির্বাহী সদস্য, মো: ফয়েজ, নূর নবী সহেল, জাছিম আহম্মেদ, আক্তার হোসেন,
, আরিফ হোসেন আটিয়া প্রমুখ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত