মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলা এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিন ইসলাম (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অফিস শেষে সিরাজগঞ্জে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস শেষে নিজ গন্তব্যে ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহন রবিন ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কর্মস্থলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা রবিন ইসলামের অকাল মৃত্যুতে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী এক যৌথ শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তাঁরা বলেন, "রবিন ইসলাম ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ, সৎ ও সহৃদয় কর্মকর্তা। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম।"
মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া তাঁর নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত