মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ভোটার কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে একলিয়া ইউনিয়নের শিকারপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সভার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রবেল।
এরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল আলম, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন পেস্তা, সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, এরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল পলাশ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি খোকন শেখ প্রমুখ।
বক্তাদের আহ্বান:
সভায় বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী ভোটার কেন্দ্র কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত