মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলী থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, দুজন গরু চোর এবং একজন ধর্তব্য অপরাধীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। গত ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বগুড়ার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান মুসা পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ আর সাহেবের তত্ত্বাবধানে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
সাব-ইন্সপেক্টর মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে একটি অপারেশনাল টিম নাড়ুয়ামালা এলাকায় অভিযান চালিয়ে নাড়ুমলা থেকে শুকানপুকুরগামী ব্রিজের উপর থেকে মো. জহুরুল ইসলাম (৫০), পিতা- মৃত নফিজ উদ্দিন, গ্রাম- প্রথমারছেও, গাবতলী, বগুড়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৬ পুরিয়া শুকনা গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জহুরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
এছাড়াও, গরু চুরি সংক্রান্ত মামলা নং ১৫(১০)২৫-এর আসামি মো. সাজু মিয়া (৩০), পিতা- রেজাউল মিয়া, গ্রাম- পিরব বাজার, এবং অপর গরু চুরির মামলার আসামি নুর ইসলাম ওরফে ফুলচান (৩৫), পিতা- লুৎফর সরকার, গ্রাম- চালুনজাউদয়, শিবগঞ্জ, বগুড়াকে গরু চুরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে মো. সোহেল ওরফে ঋতু (২৫), পিতা- মৃত আমজাদ হোসেন, গ্রাম- নারুলি দক্ষিণপাড়া, সদর, বগুড়াকে গাবতলী থানাধীন চকবুচাই নামক স্থান থেকে ধর্তব্য অপরাধ সংগঠনকালে গ্রেপ্তার করা হয়।
গাবতলী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকলকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গাবতলী বাসীর উদ্দেশে পুলিশ জনগণের সেবা প্রদানে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত