মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্তোষ রবিদাস (৪২) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত সন্তোষ রবিদাস ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাঁচারী পুকুরপাড় এলাকার মৃত ঘোনা রবি দাসের ছেলে বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্তোষ রবিদাস ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুরখাই এলাকায় অবস্থান নেয় এবং অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা হবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত