মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এক সফল মাদকবিরোধী অভিযানে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়,২৭ অক্টোবর রবিবার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনের রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে ওই দুই ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ সিরাজ উদ্দিন (৬০), পিতা- মৃত: আনছার আলী মন্ডল, সাং- পশ্চিম রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম এবং ২। মোঃ রিফাত ব্যাপারী (২৫), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- বড় লৈ, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম। তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত