বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া বৃহস্পতিবার রাতে আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিজেই শ্লোগান তুলেন, 'হিন্দু-মুসলিম ভাই ভাই আমাদের মাঝে বিভেদ নাই'।
রাত নয়টা পৌর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায়, উপজেলা পুজা উদযাপন পরিষদ, পুজা উদযাপন ঐক্যফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পৌর এলাকার ১২টি মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত সংঘ, অরুণ সংঘ, দীপক স্মৃতি সংঘ, মাতৃভক্তি সংঘসহ বিভিন্ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে ও দীপংকর ঘোষ নয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি মো. বাহার মিয়া, সাধারন সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপি সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. আক্তার হোসেন খান, হিরালাল সাহা, অলক কুমার চক্রবর্তী, আশীষ ব্রহ্মচারি, শ্যামল চক্রবর্তী, জুটন বনিক, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
কবির আহমেদ এ সময় বলেন, 'আমরা একে অপরকে মানুষ হিসেবে বিবেচনা করবো। কে কোন ধর্মের সেটা বড় কথা না। আমি সংসদ সদস্য হতে পারি আর না পারি হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিষয়ে পাশে থাকবো।'
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত