মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোকুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের আয়োজনে ধাওয়াকোলা পল্লীমঙ্গল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, এবং গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান।
বক্তারা সকলেই তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং স্থানীয় জনগণের মাঝে তার বার্তা পৌঁছে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সমাবেশটি ধাওয়াকোলা পল্লীমঙ্গল মাঠে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত