গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ দোয়া চেয়েছেন।
জানা গেছে, সম্প্রতি হঠাৎ অসুস্থবোধ করলে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আল ইয়াসা রহমান তাপাদার পলাশবাড়ী উপজেলায় ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, আন্তরিকতা ও জনবান্ধব মনোভাবে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। শুধু তাই না তিনি গরিব অসহায় নির্যাতিত মানুষকে সঠিক ভাবে ভূমি সেবামূলক পরামর্শ দিয়ে সবার মনে স্থান নিয়েছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁরা সবাই তাঁর দ্রুত আরোগ্য ও কর্মস্থলে প্রাণবন্ত প্রত্যাবর্তনের জন্য সকলের নিকট দোয়ার আবেদন করেছেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত